বিনোদন ডেস্ক:
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন নাবগত মন্দিরা চক্রবর্তী। ছবির প্রচারণার জন্য প্রেক্ষাগৃহগুলোতে ছুটছেন এই নবীন শিল্পী। সিনেমায় এরই মধ্যে দুজনকে নায়ক হিসেবে পেয়েছেন মন্দিরা। আজ (১৫ জুন) রোববার তিনি জানালেন তার জীবনের আসল নায়কের কথা।
মন্দিরার বাবার নাম পান্নালাল চক্রবর্তী। আজ বাবা দিবসে তাকে স্মরণ করতে গিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। সেখানে বাবাকে জীবনের নায়ক উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তোমার মেয়ে হতে পেরে আমি খুবই ভাগ্যবান। তুমি পৃথিবীকে আরও নিরাপদ, উজ্জ্বল করে তুলেছো। তুমি আমার নায়ক, আমার আদর্শ এবং আমার চিরকালের বন্ধু
নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন মন্দিরা চক্রবর্তী। কত্থক নাচের জন্য পেয়েছেন পুরস্কার। ২০১২ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়েতে অংশ নেওয়ার পর বিনোদন অঙ্গনে কাজের সুযোগ আসে। এ বছর ঈদুল আজহায় তাকে পাওয়া গেল ‘নীলচক্র’ সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন মিঠু খান।
মন্তব্য করুন