Home সারাদেশ ঝিনাইদহে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা অব্যাহত ১১ জন নবজাতকের...

ঝিনাইদহে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা অব্যাহত ১১ জন নবজাতকের জন্ম

67
0

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
সারা দেশ যখন ঈদ আনন্দে উৎসবে আত্মহারা ঈদুল আযহার ১০ দিনের ছুটি কেউ অপেক্ষা করে ঝিনাইদাহের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের সেবা অব্যাহত রেখেছে। এরই মধ্যে কয়দিনে শিশু কল্যান কেন্দ্রে ১১ জন গর্ভবতী মায়ের পরিচর্যার মাধ্যমে সিজার ছাড়াই ১১টি শিশু ডেলিভারি হয়েছে।
ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোজাম্মেল করিম জানান যে ২৪ সাল থেকেই ডেলিভারি কার্যক্রম চলছে তারই তত্ত্বাবধানে এবার ঈদের ছুটিতে মা ও শিশু কল্যান কেন্দ্র,ঝিনাইদহ এ ২৪/৭ নরমাল ডেলিভারি সেবা সহ সকল সেবা কার্যক্রম অব্যাহত ছিল। কেন্দ্রের মেডিকেল অফিসার ( ক্লিনিক) ডাক্তার মাহবুবা আখতার তাবীয়া, এবং মেডিকেল অফিসার ( এমসিএইচ- এফপি) ডাক্তার সাদমান ফাহিম এর তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ ১১ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। এছাড়াও প্রতিদিন গর্ভবতী মায়েদের পরিচর্যা, প্রসব পরবর্তী পরিচর্যা, শিশু সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। টেলিফোনের মাধ্যমেও স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে কয়েকজন গর্ভবতী মাকে।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা পেতে আশা আকলিমা বলেন আমরা গরিব মানুষ আমাদের টাকা না থাকায় বড় বড় শহরে ডাক্তার দেখাতে পারিনা আমরা সব সময় ঝিনাইদহ মা ও শিশু কল্যান ম্যাটানিটি সেবা কেন্দ্রে সেবা নিয়ে থাকি এবং ডাক্তার ও ম্যাডামরা আমাদের আন্তরিকতার সাথে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here