মিজানুর রহমান, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা বাসীর সাথে দাকোপ-বটিয়াঘাটার বিএনপির রুপকার খুলনা ১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।গত ৯ জুন ২০২৫ ইংরেজি তারিখ বিকাল ৩টায় এ পথ সভা অনুষ্ঠিত হয়।তিনি বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে কয়েক হাজর মটর সাইকেল নিয়ে পথ সভার মাধমে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের খোজ খবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।যেখানে দাকোপ – বটিয়াঘাটার অধিকাংশ মানুষ বিএনপি কি তা চিনতো না,তিনি দাকোপ- বটিয়াঘাটার প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে সাধারণ মানুষকে বিএনপি কি তা চিনিয়েছেন।তিনি ২০০১ সালে বিএনপির মনোনায়ন পেয়ে খুলনা ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ হাজরের বেশি ভোট পেয়েছিলেন,২০০৮ ও ২০১৮ সালে দিনের ভোট রাতে কেটে নেয়ার পরেও লক্ষাধিক ভোট পেয়েছিলেন,যেখানে এর আগে এ আসনে ৫ থেকে ৭ হাজার ভোট পেত বিএনপি।আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তার মায়ের জানাযায় পালিয়ে অংশগ্রহন করতে হয়েছিল।তার স্ত্রীকে হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় দেখতে গিয়েছিলেন,বের হয়ে নিচে নামতেই একদল সাদা পোষাক ধারি তার দিকে অস্ত্র তাক করে তাকে বলেন,আপনি এ্যারেস্ট। তাকে নিয়ে যাওয়া হয় জেল খানায়।তিনি ৪০ বছর ধরে এই দাকোপ- বটিয়াঘাটার সাধারণ মানুষের হৃদয়ে বিএনপিকে গেথে দিয়েছেন।তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ নিয়ে এই এলাকার মানুষের পাসে থেকে সেবা করে যাবে এবং সকল রাস্তাঘাট,স্কুল মাদ্রাসা মসজিদের উন্নয়ন করবেন বলে আশ্বাস দেন এলকা বাসিকে।পথ সভা কালে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন,খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বুটিয়াঘাটা উপজেলার কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৭নং আমীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম ডি খাইরুল ইসলাম খান জনি,বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী,সুরখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সুরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার,সুরখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল,১নং জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম হিরো,জলমা ইউনিয়ান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন,ছাত্র নেতা ইসমাইল হোসেন আঃজব্বার,বাদল হাওলাদার,সোহরাব খলিফা,ওহিদুল ইসলাম বাদল,বাবুল খা,পান্না মিয়া,কাশেম খান,ছাত্র নেতা হাসান,বায়েজিদ,আজিম খান,সামসুল হক,নূর আলম ভূইয়া,মাসুম,জুবায়ের,সাহেদুজ্জামান গেলদার,টুটুল গোলদার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের আরো হাজার হাজার নেতা কর্মী।