নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারাদেশের মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৯৩ জন।
রোববার (১৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরো অন্যান্য ঘটনায় ৪৯৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬১৪ জনকে। এবং দেশের সকল থানা নির্দেশনা দেওয়া হয়েছে যেনো কোন পরিস্থিতিতেই আসামীরা দেশ ত্যাগ করতে না পারে।
অভিযান চলাকালে একটি ইজিবাইক, দেশীয় চোলাই মদ ৭ লিটার, বার্মিজ চাকু ২টি, ৯টি রামদা, একটি ছোরা, লোহার তৈরি ওয়ান শুটারগান একটি।
দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীল রাখতে বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
মন্তব্য করুন