Home বিনোদন ভিক্টোরিয়া বেকহ্যাম যে কারনে স্বামীকে নিয়ে গর্বিত

ভিক্টোরিয়া বেকহ্যাম যে কারনে স্বামীকে নিয়ে গর্বিত

31
0

বিনোদন ডেস্ক:
সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। বর্তমানে জড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবল টিম ইন্টার মিয়ামির সঙ্গে। তিনি ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে ‘নাইটহুড’ উপাধি গ্রহণ করেছেন। তার এই অর্জনে আনন্দে ভাসছেন তার স্ত্রী সুপারমডেল ভিক্টোরিয়া বেকহ্যাম।

শনিবার রাজা চার্লস নিজ হাতে এই সম্মাননা তুলে দেন ডেভিড বেকহ্যামের হাতে। এই উপাধির ফলে এখন থেকে তিনি পরিচিত হবেন ‘স্যার ডেভিড বেকহ্যাম’ নামে। আর ভিক্টোরিয়া হবেন ‘লেডি বেকহ্যাম’।

ইনস্টাগ্রামে ডেভিডকে জড়িয়ে ধরা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ভিক্টোরিয়া লেখেন, ‘তুমি তো সবসময়ই আমার রক্ষক।

তবুও এই বিশেষ দিনে স্বামীর পাশে দাঁড়িয়ে তার প্রতি ভিক্টোরিয়ার ভালোবাসা ও গর্ব যেন স্পষ্টভাবেই প্রতিফলিত হলো তার এই পোস্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here