আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে আল-জাজিরা জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া তেহরানের পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের একটি এলাকা থেকে বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানায়।
তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে। সতর্কবার্তায় আরও বলা হয়, এই এলাকায় অবস্থান করাটা আপনার জীবনের জন্য হুমকি।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের আকাশ বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার তেল নফ বিমানঘাঁটিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন।
মন্তব্য করুন