Home সারাদেশ পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজে বিএমটি এর নবীন বরন ও বিদায় অনুষ্ঠান

পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজে বিএমটি এর নবীন বরন ও বিদায় অনুষ্ঠান

24
0

ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর:

পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি বিএমটি-১ এর নবীন বরন ও এইচএসসি বিএমটি-২ এর বিদায় অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে কর্মসূচির আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক জনাব আজিজুর রহমান সালামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: সালমা, অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী লিখন, শিক্ষক প্রতিনিধি আলাউদ্দিন, তৃপ্তি রানী রায়, ভকেশনাল, কৃষি ডিপ্লোমা ও বিএমটি শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, ছাএ ছাএী, শুভাকাঙ্ক্ষী সহ কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি ফুলের তোড়া দিয়ে অতিথি দের বরন করেন।

আলোচনায় বিএমটি-১ ও বিএমটি-২ পক্ষ হতে ছাত্রীদের মানপত্র পাঠ করেন। শিক্ষকগন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বিষয়ে আলোকপাত করেন, যা তাদের ভবিষ্যত জীবনে সহায়ক হবে। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আলহাজ্ব অধ্যাপক আজিজুর রহমান সালামী শিক্ষা প্রতিষ্ঠানের লেখা পড়া ও পরিবেশের গুনগত মান উন্নয়নে সকলে একযোগে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ফুলের পাপড়ি ছিটিয়ে বিএমটি-২ এর ছাত্র-ছাত্রী বিএমটি-১ এর ছাত্র-ছাত্রীদের বরন করেন। অধ্যক্ষ ও অতিথি বৃন্দের উপস্থিতিতে বিএমটি ২ এর ছাত্র-ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পরে অনুষ্টানের সভাপতি অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী লিখন সকলের উদ্দেশে দিক নির্দেশনা মূলক আলোকপাত করেন এবং তা মেনে চলার আহবান জানান। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করে সকলের জন্য মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন মো: ওবায়দুল ইসলাম বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here