মোঃ আকমাল হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা বারোটার সময় কলেজ হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বানু এর সভাপতিত্বে ও প্রভাষক হারুনুর রশিদ এবং রাজিয়া সুলতানার সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর সচিব প্রফেসর মোঃ নুর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট আবুল আ’লা মাহবুবুর রহমান, হলি ল্যান্ড স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ সালাউদ্দিন খোকন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোঃ মেহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরিদর্শক, মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক আবু সায়েম প্রমুখ।
প্রথম অতিথি তাঁর বক্তব্যে বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকল মুক্ত, পরিচ্ছন্ন পরিবেশে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।এ জন্যই বরাবরের মতো এবারও এই আদর্শ মহাবিদ্যালয় তার সুনাম,ঐতিহ্য ও ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে বলে দৃঢ়ভাবে আশাবাদী। আর এ লক্ষ্যেই এখন থেকে প্রতিটি মূহুর্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বর দাবিদার।