Home সারাদেশ নাটোর লালপুরে এনসিপির কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্বে কৃষক লীগ নেতা

নাটোর লালপুরে এনসিপির কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্বে কৃষক লীগ নেতা

17
0

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধি:

নাটোর লালপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) লালপুর উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হুমায়ুন কবির নামে এক কৃষক লীগ নেতাকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৮ মে ২০২৫ খ্রিঃ ) রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

পরবর্তী আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা যায় ,নতুন রাজনৈতিক এ দলে প্রধান সমন্বয়কারীর দায়িত্বে কমিটির মো. হুমায়ুন কবির একই উপজেলার নেঙ্গোপাড়া এলাকার বাসিন্দা। সে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সে।

এনসিপির কমিটিতে দায়িত্ব পাওয়ার বিষয়ে সে গণমাধ্যমকে বলে, ‘আমি বাংলাদেশ কৃষক লীগের নাটোর জেলার একজন সদস্য ছিলাম। তবে এনসিপি’র এই দায়িত্ব আমাকে না জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিষয়টি আমার জন্য কিছুটা বিস্ময়ের হলেও আমি দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত।’

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন, মো. আসাদুজ্জামান রবি, রবিউল ইসলাম রান্টু, মো. নুরুল ইসলাম, সুমন আলী এবং মো. মোতাল্লব হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোছা. আঁখি খাতুন, প্রফেসর মোশারফ হোসেন, হেলেনা বেগম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, মাওলানা শামীম আহমেদ, মো. রাজন আলী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মুফতি মাওলানা সাজ্জাদ হোসেন, শ্যামল চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, মো. জুলফিকার আলী পারভেজ, ইদ্রিস আলী, ওয়াসফ আলী, বাবুল ইসলাম, মোছা. রুপা খাতুন ও খন্দকার মুত্তাকিন আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here