নিজস্ব প্রতিবেদক:
গল টেস্টে দাপট দেখালেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ফলাফল ভাগাভাগি করেছে বাংলাদেশ। গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে।
দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। তাতে ম্যাচ শেষে স্পিনারদের প্রশংসা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, ‘যেভাবে তাইজুল ও নাঈম বল করেছে (ইনিংস ঘোষণার পর) তা দারুণ। এই ধরণের কন্ডিশনে প্রথম ইনিংসে নাঈম যেভাবে বোলিং করেছে তা ছিল দুর্দান্ত। সে খুব বেশি সুযোগ পায়নি (ম্যাচ খেলার) কিন্তু তার ওয়ার্ক এথিক দারুণ, সে দেখিয়েছে সে কতটা ভালো’
এ প্রসঙ্গে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি জানতাম না, কিন্তু দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে। দুর্দান্ত কামব্যাক। যেভাবে মুশফিক ভাই আমার সাথে ব্যাটিং করেছে, তা ছিল দুর্দান্ত।
মন্তব্য করুন