নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নিকটস্থ পিয়াস টেলিকম নামের একটি মোবাইল শপের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার সাতদিনেও তা উদ্ধার হয়নি। সিসিটিভি ফুটেজে একজনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ১৩ জুন সকালে থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
অগ্যতা পিয়াস টেলিকমের কর্ণধার শুভ দাস নিজ থেকেই চোরকে ধরিয়ে দিতে সকল জনসাধারনের সহযোগীতা চাইলেন। এজন্য তিনি পুরষ্কারও ঘোষণা করেছেন। যদি কোন ব্যক্তি সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহীত স্বন্দেহজনক ব্যক্তি অর্থাৎ চোর এর নাম- পরিচয় সনাক্ত ও সন্ধান দিতে পারেন। তাকে নগদ ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা) পুরষ্কার
শনিবার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।
গত ১৩ জুন সোমবার নাসিরনগর থানা রোডের রাজাম্যানশন মার্কেটের পিয়াস টেলিকম নামের মোবাইল শপেরর একটি দোকানের তালা ভেঙে প্রায় ১৫-২০ লাখ টাকার বিভিন্ন কোম্পানির এন্ড্রুয়েড মোবাইল ফোন চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ভিকটিম শুভ দাস নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে থানার আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাতনামা এক যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর সাতদিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিয়াস টেলিকমের সত্ত্বাধিকারী শুভ দাস বলেন,‘যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন রাখা হবে।
মন্তব্য করুন