Home সারাদেশ তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাপোলে আটক

তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাপোলে আটক

26
0

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান লিটন (৫৩) কে আটক করেছে।

রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় পাসপোর্ট যাচাইকালে তিনি আটক হন।

আনিছুর রহমান লিটন আটক হওয়ার পরে কান্নায় ভেঙে পরেন ইমিগ্রেশন অফিসে ।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, পাসপোর্ট স্ক্যান করার পর ইমিগ্রেশন ডাটাবেজে আনিছুর রহমানকে একটি মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়। তারপর তাকে সংশ্লিষ্ট পুলিশের হেফাজতে দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, আনিছুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মেট্রো থানায় ২০২৪ সালের ২৭ নভেম্বরের একটি মারামারির মামলা রয়েছে। আটকের পর আনিছুর রহমানকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here