Home আন্তর্জাতিক ইরান ও ইসরায়েল সংঘাতে বিশ্ব ব্যাপী নিরাপত্তা জারি করেছে যুক্তরাষ্ট্র

ইরান ও ইসরায়েল সংঘাতে বিশ্ব ব্যাপী নিরাপত্তা জারি করেছে যুক্তরাষ্ট্র

61
0

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের জেরে নিজ দেশের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
 
স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়।
 
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে এতে দেশের চলমান পরিবেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে । এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। 

সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন। 

এদিকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি ও ক্ষতির পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here