Home সারাদেশ মিথ্যা তথ্য দিয়ে জাল সনদ তৈরীর অভিযোগে দুই ভাই গ্রেফতার

মিথ্যা তথ্য দিয়ে জাল সনদ তৈরীর অভিযোগে দুই ভাই গ্রেফতার

30
0

নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিথ্যা তথ্য দিয়ে জাল ওয়ারিশ তৈরি করার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা জাল ওয়ারিশ সনদ তৈরি করে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছিল।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই ভাই নাসিরনগর সদর গাঙ্কুলপাড়ার রতন দাস ও নারায়ন দাস এই জালিয়াতির সাথে জড়িত ছিলো।নাসিরনগর সদর গাঙ্কুলপাড়ার পরিমল দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের দুইজনকে নাসিরনগর সদর গাঙ্কুলপাড়া হতে গত ২৩ জুন (সোমবার) সন্ধ্যায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্যদের খুঁজছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here