Home সারাদেশ কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

30
0

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পারিবারিক কলহের জেরে আপন দুইভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে রামু উপজেলার রশিদনগর আদর্শগ্রাম রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত শওকত ওসমান (২৩) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আদর্শগ্রামের মৃত হামিদ হোছনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শওকত ওসমান স্থানীয় স্টেশনের শামসুলের দোকানে অবস্থান করছিলো। এসময় বিরোধ থাকা ভাই সাইফুল ইসলাম ও কাউসার ওসমান তার উপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে তাকে টেনে হিঁচড়ে রেললাইনের পাশে নিয়ে দুই ভাই মিলে শওকত ওসমানকে উপর্যুপুরি ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তৈয়বুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শওকত ওসমান। ঘটনার পর খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় শওকত ওসমানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শওকত ওসমানের মামা শহীদুল ইসলামও আহত হয়েছেন। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রামু থানার ওসি তৈয়বুর রহমান আরো বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। নিহত শওকত ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here