Home সারাদেশ চৌরাস্তার ব্রীজ কালভার্টের বেহাল দশা

চৌরাস্তার ব্রীজ কালভার্টের বেহাল দশা

21
0

মোঃ রাজু আহম্মেদ, পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছা বেতবুনিয়া সডকে চৌরাস্তা কালভাট ব্রীজটির বেহাল অবস্থা দীর্ঘ দিন ধরে মেরামতের কাজ চলছে কিন্তু কোনক্রমে যেন কাজ শেষ হচ্ছে না একপাশ দিয়ে লোকজন ভ্যান গাড়ি অটো রিকসা চলাচল করছে আর একপাশে কাজ চলমান থাকায় ইতিমধ্যেই দুই দুই বার ভেঙে ও গিয়েছে কালভাটটি।

ফলে একদিকে যেমন ভারীকোন যানবাহন চলাচল করতে পারছে অন্যদিকে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান নসিমন ইজিবাইক ও মটর সাইকেল সহ অন্যঅন্য ছোট যানবাহন দ্রুত সংস্কার কিংবা কোন ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে যানবাহন চলাচলে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্ক করছে এলাকাবাসি।স্থানীয় একজন বলেন এই এলাকার এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে। যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় পথযাত্রীরা অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসীর দাবী চৌরাস্তা ব্রিজ কালভার্টি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here