Home সারাদেশ গোপালপুরে ৫ পা নিয়ে জন্ম নিল, এলাকায় চাঞ্চল্য

গোপালপুরে ৫ পা নিয়ে জন্ম নিল, এলাকায় চাঞ্চল্য

51
0

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পাঁচ পায়ের এক বাছুর জন্ম নিয়েছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন বাছুরটিকে একনজর দেখার জন্য।

ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়াপাড়া গ্রামে।

ওই দিন শনিবার সন্ধ্যায় কৃষক মো. শাহীন মিয়ার গাভিটি স্বাভাবিকভাবেই এই বাছুর প্রসব করে। কিন্তু বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা এবং পেছনে রয়েছে দুটি পা। তিন পায়ের ওপর ভর করে চলাচল করছে।

প্রথমে ভয় পেলেও পরে ওই কৃষক বুঝতে পারেন এটি কোনো রোগ নয় বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।

বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।

স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, গরুর পাঁচ পা হয় এটা কখনো আগে দেখিনি এবং বিশ্বাসও করিনি। আজকে দেখে আমি অবাক হলাম।

বাছুরটির মালিক মো. শাহীন মিয়া বলেন, এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটিকে বিশেষ যত্ন নিচ্ছি।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল।

তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here