মোঃ রাজু আহম্মেদ খুলনা:
খুলনার পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে হার্ট অ্যাটাকে খুকুমনি বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালির ছেলে মকছেদ মালি বুধবার ১৬ জুলাই বুধবার সকালে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তিনি রোগীর বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।
মৃত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা জানান, আমার অসুস্থ মা প্রসাব পরীক্ষা করানোর জন্য বাথরুমে যায়। সেখানে থেকে ফেরার সময় ওনার পায়ে লেগে মকছেদ মালির টেবিল ফ্যানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় রোগী মকছেদের স্বজনরা আমাদের গালাগাল করে। বিষয়টি আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোনকে বেদম মারধর করে। এক পর্যায়ে মারপিট দেখে আমার মা মারা যায়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমনি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনের মারামারি দেখে হার্ট অ্যাটাকে খুকুমনি মারা গেছেন বলে মনে হয়েছে।
হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা থানা পুলিশ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
মন্তব্য করুন