নিউজ ডেস্ক:
রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- মো. রফিকুল ইসলাম (২৬) ও মো. শফিকুল ইসলাম (২৫)। তারা দুইজনই রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৫টা দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. ইউসুফ আলী বলেন, নিহতরা দুজনেই রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ বিকেলের দিকে ডেমরার ভুট্টো চত্বর ৮নং রোড এলাকায় একটি নির্মাণাধী ভবনে রড সোজা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে তারা দুজনই অচেতন হয়ে পড়ে। তাদের দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায়। বর্তমানে তারা ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
মন্তব্য করুন