রংপুর প্রতিনিধি:
গোটা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রান্ড হোটেল দলীয় কার্যালয় সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জেলার বিভিন্ন উপজেলার যুবদল-ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্রী বিপ্লব রায়, রানা লোহার, আনোয়ার হোসেন, আকিবুর রহমান মনুসহ জেলা আরো নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।
বক্তারা বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচারবহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন-সম্পদ আজ নিরাপদ নয়।
তারা আরও অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যুবদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মন্তব্য করুন