রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর মাহিগঞ্জ বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ( ২০ জুলাই ) শনিবার মাহিগঞ্জ বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুম কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতীহিন বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট প্রার্থী ২৪ জন। এর মধ্যে ৯টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১৫ জন প্রার্থী। ৯ টি পদে যারা নির্বাচিত হয়েছেন সভাপতি – মো. সামছুল আলম বাবু, সহ-সভাপতি -মো. আবুল হোসেন মন্টু,সহ-সভাপতি-মো. শাহ আলম বাচ্চু, সহ-সভাপতি রোকনুজ্জামান খান, সাধারণত সম্পাদক – রফিকুল আমিন খান কামাল, সহ-সাধারন সম্পাদক- মোকলেছুর রহমান, সহ-সাধারন সম্পাদক- মাহমুদুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক – মো. আনোয়ার হোসেন, শ্রম ও প্রচার সম্পাদক – মো. আ: ছালাম বিনাপ্রতিদ্বন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি- মো. তছলিম উদ্দিন, অর্থ সম্পাদক- মো.মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক- মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মো. শরিফ মুনতারির মীম, আইন বিষয়ক- আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক- তৌশিকুর রহমান, সদস্য- আব্দুল মাজেদ, আরিফ ফয়সাল জুনায়েদ, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, মনিরুজ্জামান সুমন, সাইফুল ইসলাম হাসান নির্বাচিত হয়েছেন।
এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭৫ জন এর মধ্যে ৬২৫ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান রাশেদ।
মন্তব্য করুন