রমজান আলী, কোম্পানীগঞ্জ নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার, ২৭ জুলাই ২০২৫, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ইব্রাহিম (৫) ও মো. নাদিম (৪)। ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমানপ্রবাসী শরীফের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের সদস্যরা জানান, সকালে বৃষ্টির মধ্যে ইব্রাহিম ও নাদিম মাছ ধরতে গিয়ে পুকুর পাড়ে যায়। এ সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলা হয় এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন