মোঃ রাজু আহম্মেদ, খুলনা:
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে ২৯ জুলাই মঙ্গলবার দুপুর একটায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর প্রসাদ মুনি। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, সাংবাদিক আহম্মেদ আলী বাচা। বক্তৃতা করেন, পরিবেশ কর্মি আলম গাজী, গনেশ দাশ, শারমিন খাতুন, মরিয়ম খাতুন, কথাকলি সাধু, অর্থি বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে সুন্দরবনের জীববৈচিত্র ও বাঘ ভালো থাকবে।