Home আন্তর্জাতিক জুলাই ঐক্য পরিষদ –মালয়েশিয়া আয়োজিত Remembering Our Heroes” অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই ঐক্য পরিষদ –মালয়েশিয়া আয়োজিত Remembering Our Heroes” অনুষ্ঠান অনুষ্ঠিত

55
0

মালয়েশিয়া :
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রাষ্ট্রদূত শামীম আহসান
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান।

Remembering Our Heroes-July 2024’ শীর্ষক স্মরণে মালয়েশিয়া ‘জুলাই ঐক্য পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলরন রাষ্ট্রদূত মো: শামীম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জুলাই কেবল একটি আন্দোলনের দিন নয়,এটি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রতীক। তরুণদের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে।’

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো: এনামুল হক, সঞ্চালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ ও মোহাম্মদ আল-আমিন।

বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) জনাব মোরশেদ আলম, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, মালয়েশিয়া জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের মালয়েশিয়ার সভাপতি মাওলানা তাকি উল্লাহ, এবি পার্টির মালয়েশিয়ার মহিলাবিষয়ক সম্পাদক শবনম রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ‘জুলাই বিপ্লব’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ‘জুলাই ঐক্য পরিষদ’-এর সদস্যদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

এ সময় সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের স্মরণে ৩০ সেকেন্ড নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।

জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা তাদের স্মৃতিচারণে বলেন, ‘এটি ছিল আত্মত্যাগ, দৃঢ়তা ও সম্মিলিত প্রতিরোধের এক মহামূহূর্ত। তারা আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজসহ প্রায় দু’হাজার শহীদের অবদান স্মরণ করেন। আহতদের পুনর্বাসনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের দাবি জানান।

প্রবাসীদের সমস্যাগুলো বিশেষ করে পাসপোর্ট ইস্যু, কনসুলার সেবা, ভিসা জটিলতা এবং অবৈধ অভিবাসীদের নিয়মিতকরণ প্রসঙ্গে হাইকমিশনার প্রবাসীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে দূতাবাসের আন্তরিক ও কার্যকর সহযোগিতার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here