মোঃ রাজু আহম্মেদ খুলনা:
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি’র পক্ষ থেকে তৃতীয় দফায় নতুন করে ১৬০০ পৃষ্ঠার কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। সবকটি কাগজ ১১টি বই আকারে সংকলিত করে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে দাখিল করা হয়।
এসময় রিসিভ কপি গ্রহণ করেন দলের সভাপতি জনাব ড. নাজমুল করিম এবং সহ-সভাপতি মো. মোবারক হোসেন পারভেজ। কাগজপত্র প্রস্তুত ও হিসাব-নিকাশের পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের আরেক সহ-সভাপতি জনাব শেখ মো. আব্দুর রহিম।
আবেদনের সফলতা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি) জিন্দাবাদ।