Home আন্তর্জাতিক কাজাং ও সুঙ্গাই টাংকাস মালয়েশিয়া ইমিগ্রেশন এর অভিযানে বাংলাদেশিসহ ১২১...

কাজাং ও সুঙ্গাই টাংকাস মালয়েশিয়া ইমিগ্রেশন এর অভিযানে বাংলাদেশিসহ ১২১ জন গ্রেফতার

60
0

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া:

কাজাং-এর একটি বিখ্যাত শপিং সেন্টারে মালয়েশিয়া ইমিগ্রেশন এর অভিযানে ৭১৯ জনের মধ্যে ১২১ জন গ্রেপ্তা করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৮২ জন সদস্য নিয়ে কাজাং-এর একটি শপিং সেন্টার এবং সুঙ্গাই টাংকাসের আশেপাশে একটি খুচরা দোকানে অভিযান চালিয়েছে।

অভিযানে মোট ৭১৯ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সঙ্গে তাদের নথিপত্র যাচাই করা হয়।এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৭১ জনকে আটক করা হয়। যাদের অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন।

২০ থেকে ৫৫ বছর বয়সী সকল আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, সিরিয়া এবং সুদানের নাগরিক রয়েছেন। আটককৃত সকল পতিকে আরও তদন্তের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

JIM ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা এবং ২০০৭ সালের ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইনের অধীনে দেশের আইন লঙ্ঘনকারী বিদেশী নাগরিকদের সনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং বহিষ্কারের জন্য ধারাবাহিকভাবে প্রয়োগমূলক কার্যক্রম জোরদার করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here