Home সারাদেশ সংস্কারের অভাবে জরাজীর্ণ শতবছরের গণকবর স্থান, বন্যায় ডুবে যায় পানিতে

সংস্কারের অভাবে জরাজীর্ণ শতবছরের গণকবর স্থান, বন্যায় ডুবে যায় পানিতে

77
0

জলঢাকা প্রতিনিধি

জলঢাকার গোলমুন্ডায় পশ্চিম গোলমুন্ডা ডাঙ্গাপাড়ার গণকবর স্থানটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বুড়ি তিস্তা নদীর ডানতীর বাঁধের ভিতরে অবস্থিত এই কবরস্থানটি শতবর্ষ প্রাচীন একটা গণকবর স্থান। পশ্চিম গোলমুন্ডার প্রায় চারটি গ্রামের মৃতদেহ দাফনের একমাত্র কবরস্থান এটি। কবরস্থানটির পুর্ব প্রান্ত দিয়ে বুড়ি তিস্তা নদি প্রবাহিত হওয়ায় প্রতি বছর বন্যা মৌসুমে কবরস্থানটিতে পানি ওঠে এবং পুরো কবরস্থান ডুবে যায়। এলাকাবাসীর দাবি, কবরস্থানটিতে মাটি ভরাট করে পুর্বদিকে ওয়াল নির্মান করলে কবরস্থানটি বন্যায় ডুবে যাওয়া থেকে রক্ষা পেতো।

স্থানীয় অধিবাসীগন নিজস্ব উদ্যোগে প্রতিবছর কিছু মাটি তুলে জায়গাটি কিছুটা উঁচু করলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। নিকটজনের কবর পানিতে ডুবে যাওয়া দেখার মতো কষ্টকর অনুভূতি আর কি হতে পারে- বলে নিজের কষ্টের কথা তুলে ধরেন ডাঙ্গাপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ। তিনি এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক নীলফামারী মহোদয়ের সুদৃষ্টি ও সরকারি অর্থ বরাদ্দের জন্য প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here