Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় ভিসা জালিয়াতির বাংলাদেশী সিন্ডিকেট আটক

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতির বাংলাদেশী সিন্ডিকেট আটক

138
0

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া:

জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুরের তামান মালুরিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি চক্র ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে ১৬ জন বাংলাদেশি ও ৩ জন মায়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জাল অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (ই-পিএলকেএস) স্লিপ তৈরির অভিযোগ রয়েছে।

তদন্তে জানা যায়, চক্রটি প্রায় এক বছর ধরে সক্রিয় ছিল। তারা একটি ফোন মেরামতের দোকান ও সুবিধার দোকানের পেছনে বসে অবৈধভাবে বৈধ পারমিটবিহীন শ্রমিকদের কাছে প্রতিটি জাল স্লিপ ১০০ রিঙ্গিতে বিক্রি করত।

ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটককৃতদের বেশিরভাগের বৈধ ভ্রমণ নথি ছিল না। এছাড়া দুই বাংলাদেশির ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here