Home সারাদেশ রংপুরে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে  দোয়া মাহফিল পালন করলো বিএনপি

রংপুরে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে  দোয়া মাহফিল পালন করলো বিএনপি

307
0

রংপুর প্রতিনিধি:

গণতন্ত্রের মা’, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)। এ উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রংপুর জেলা বিএনপির উদ্যোগে রংপুর জেলা বিএনপির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
 
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতা–কর্মীর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু,
সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আফছার আলী, জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত, এডভোকেট সফি কামাল, মামুনুর রশিদ, ফিরোজ, রংপুর জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদাৎ, রংপুর মৎস্যজীবী দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ, রংপুর জেলা তাতী দলের সভাপতি ফজলে এলাহী ডিউক, সাধারণ সম্পাদক মুরাদ কাওছার মিথুন, রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, রংপুর বিভাগ জিয়া মঞ্চ সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী।

এছাড়া রংপুর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রজব আলী সরকার, যুগ্ম আহবায়ক শাহীন মির্জা সুমন, মানিক মিয়া, রংপুর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাকিল নুরে এলাহী, মৎস্যজীবী দলের জেলা নেতা জাহিদুল ইসলাম, লাভলু মিয়া, মিলনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here