Home সারাদেশ নান্দাইল চোরাস্তায় বিএনপি’র আঞ্চলিক অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল...

নান্দাইল চোরাস্তায় বিএনপি’র আঞ্চলিক অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

54
0

হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার ও অঙ্গ সহযোগী একতা সংগঠনের উদ্যোগে ও নান্দাইলের গণমানুষের নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একে এম শামসুল ইসলাম শামসের নির্দেশনায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নান্দাইল চৌরাস্তা বিএনপি’র আঞ্চলিক অফিসে (১৫ আগস্ট) শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদল নেতা শহিদ ভূইঁয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান, চন্ডীপাশা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মিলন ভূইঁয়া, সংগঠনের উপদেষ্টা বাবলু সরকার, জাহিদ হাসান, সংগঠনের সভাপতি শহিদ ভুইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া ও আলোচনা সভায় শ্রমিক দল নেতা ও সভাপতি শহিদ ভূইঁয়া তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। আজকের এই দিনে আমরা শুধু তাঁর জন্মদিন উদযাপন করছি না, বরং তাঁর আদর্শ, ত্যাগ ও দেশপ্রেমকে নতুন করে স্মরণ করছি। বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের বিকল্প নেই। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

উক্ত আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ এক বাক্যই তাদের বক্তব্য বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ রেখে নান্দাইলের গণমানুষের নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একে এম শামসুল ইসলাম শামস সূর্যের হাত কে শক্তিশালী করার লক্ষে আমাদের কে ঐকভাবে কাজ করে সামনে এগিয়ে যেতে হবে।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সিনিয়র-সভাপতি হিমেল সরকার, সহ সভাপতি আরিফ, জিয়া, যুগ্ম সম্পাদক হাসান মিয়া, এমদাদ,কোষাধক্ষ্য জুয়েল,সাংগঠনিক সম্পাদক মাজহারুল,প্রচার সম্পাদক সোহাগ, সাব্বির ভুইয়া, মজিবুর, এনামুল, জুয়েল, মামুন, মঞ্জু মিয়া, ইউসুফ, ইকবাল সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরিশেষে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে, বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন ও দোয়ার মাহফিলের সভাপতির নির্দেশে সমাপ্ত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here