Home সারাদেশ পাইকগাছার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পাইকগাছার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

539
0

মোঃ রাজু আহম্মেদ, পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট এবং মতবিনিময় করেছেন খুলনা -৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এসএম রফিকুল ইসলাম।

তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার দিনভর উপজেলার মানিকতলা বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ৩১ দফা’র লিফলেট বিতরণ এবং মতবিনিময় করেন।

এসময় অন্যান্য দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট মাহবুব সরোয়ার পরশ। থানা কৃষক দল নেতা শাহাবুদ্দিন, ব্যাংক সিবিএ নেতা মোশাররফ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দল নেতা জিএম ফারুক হোসেন, কপিলমুনি ইউনিয়ন শ্রমিক দলনেতা জে বিল্লাল গাজী, লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ফজলু মোড়ল, বিএনপি নেতা হায়দার মোড়ল, হাকিম খাঁ, মনিরুজ্জামান গাজী, লিয়াকত গাজী, ইমরান হোসেন, কুদ্দুস গাজী, কামরুল মোড়ল, মিজান গাজী, মাসুম গাজী, মিজান গোলদার, কোহিনূর গাজী ও ইমরান হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here