Home সারাদেশ নাগরিক ফোরামের উদ্যোগে১৮ মাইল পাইকগাছা ও কয়রা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধ

নাগরিক ফোরামের উদ্যোগে১৮ মাইল পাইকগাছা ও কয়রা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধ

233
0

মোঃরাজু আহম্মেদ, পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছা-কয়রা খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উদ্যোগে ১৮ মাইল পাইকগাছা ও কয়রা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তিনি শনিবার সকাল ১১টায় চাঁদআলী বাজারে ১৮ মাইল পাইকগাছা ও কয়রা উপজেলার চাদআলী বাজারে মানববন্ধন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ সময় তিনি ১৮ মাইল পাইকগাছা ও কয়রা রাস্তা সংস্কারের দাবিতে বক্তৃতা করেন তিনি বলেন দ্রুত রাস্তা সংস্কার করতে হবে তা না হলে দুরবার আন্দোলন গড়ে তোলা হবে। এর পরে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দলের পক্ষে সমর্থন কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. তোফাজেজল হোসেন,সেচ্ছাসেবক দলের নেতা মো. আকতারুল ইসলাম যুবদল নেতা মাসুদ রানা শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক,শেখ ইদ্রিস ছাত্রনেতা জিয়ারুল ইসলাম, তেজেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here