নীলফামারী জেলা প্রতিনিধি :
২৮ আগস্ট, বৃহস্পতিবার ২০২৫ ইং নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন ডাউয়াবাড়ী ইউনিয়নে বুড়ি তিস্তা নদীর সরকারি বালু চুরি ও লুটপাট করে আসছিলো এলাকার একটি সংঘবদ্ধ বালু চোর সিন্ডিকেট।
এ বিষয়ে এলাকার সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংঘবদ্ধ এ বালুচোর সিন্ডিকেটের কাছে সরকারি প্রশাসনও ছিলো যেনো অসহায়। বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা উপজেলা শাখার অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল ১১’০০ টায় জলঢাকা থানার চৌকস পুলিশ অফিসার উপ পরিদর্শক জনাব আবু হাসান সঙ্গীয় ফোর্সসহ বালু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ সময় ট্রলিটি বালু বোঝাই ছিলো। ট্রলির ড্রাইভারকে সহ পুলিশ ট্রলিটি থানায় নিয়ে আসে। ট্রলিটি জব্দ করে থানায় নেওয়ার পরে ড্রাইভারের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে প্রায় দুই মাস যাবত ১০/১৫টি ট্রলিতে করে প্রতিদিন প্রায় ৬০/৭০ ট্রলি বালু এই পয়েন্ট থেকে চুরি করে বিক্রি করতেছিলো বালু চোরের সংঘবদ্ধ চক্রটি। খোঁজ নিয়ে জানা গেছে ২০২২ ইং সালে বুড়ি তিস্তা নদী খনন কাজের পরে বালু গুলো নদীর তীর ঘেঁষে স্টক করে রাখা হয় প্রয়েজনে লীজ দেওয়া কিংবা সরকারি কাজে ব্যবহার করার জন্য। কিন্তু বালু চোর সিন্ডিকেটের দৌড়াত্মে স্টক রাখা সব বালু প্রায় চুরি হতে থাকে। সর্বশেষ ডাউয়াবাড়ী ডাঙ্গা পাড়া পয়েন্ট থেকে আজ একটি ট্রলি জব্দ করা হয়।