Home সারাদেশ পীরগাছায় শুকনো গাঁজা, কলাবাগানে লুকানো ৩০ গাছ সহ আটক ১

পীরগাছায় শুকনো গাঁজা, কলাবাগানে লুকানো ৩০ গাছ সহ আটক ১

71
0

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ৩০টি গাঁজার গাছসহ হারুন মিয়া (৬৫) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইটাকুমারী বটতলা বাজার এলাকার হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠানে শুকাতে দেয়া অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার বড়ভিটা গ্রামের শাহ আলীর (৩৫) জমিতে অভিযান চালিয়ে কলাগাছের বাগান থেকে ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় মোট ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনার পর হারুন মিয়াকে গ্রেপ্তার করা হলেও শাহ আলী পলাতক রয়েছেন।

পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here