কামরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারী জলঢাকা উপজেলা ডাকবাংলো মাঠে আজ থেকে পর্দা উঠলো জুলাই গণআন্দোলন স্মরনে “৩৬ জুলাই বিজয় মেলা”।
১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকাল ৫ টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব আবু সাঈদ লিওন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেলিমুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নীলফামারী জেলার প্রধান সমন্বয়ক জনাব আব্দুল মজিদ, এনসিপি জলঢাকা উপজেলার প্রধান সমন্বয়ক জনাব রেজাউল করিম রাজু, জলঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারি শাজাহান কবির লেলিন, উপজেলা বিএনপি নেতা জনাব ময়নুল ইসলাম, কৃষক দল নেতা আমজাদ হোসেন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এনসিপি নেতা মোহায়মেনুর রহমান সানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগন এমন জমকালো ও বর্ণাঢ্য জুলাই ৩৬ মেলার আয়োজনের জন্যে মেলা কতৃপক্ষকে ধন্যবাদ জানান। মাদক, জুয়া ও অশ্লীলতামুক্ত নির্মল বিনোদন ও বাণিজ্যিক পণ্যের প্রসারে আয়োজিত এ মেলা ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তাগন মত প্রকাশ করেন।
০১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩৬ দিন যাবত মেলাটি চলমান থাকবে বলে মেলা কতৃপক্ষ সুত্রে জানা গেছে। বর্নিল সাজে সজ্জিত মেলা প্রাঙ্গনে প্রায় শতাধিক বিভিন্ন পণ্যের স্টল, খাবারের দোকান, নাগরদোলা, মটর সাইকেল খেলা, ট্রেন ঘুরানো সহ বিভিন্ন রাইডের ব্যাবস্থা রাখা হয়েছে।