Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

46
0

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোঃ শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

গত ২২ আগস্ট ২০২৫ বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে বিদায়ী হাইকমিশনারকে সংবর্ধনা দেয়া হয়। ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তাগণ তাদের বক্তব্যে বিদায়ী হাইকমিশনার জনাব শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল, বাংলাদেশ- মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা তুলে ধরেন। তারা সকলে প্রবাসী বাংলাদেশীদের জন্য বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিদায়ী হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনের সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্বের যে কোন সময়ের তুলনায় অনেক জোরদার হয়েছে বলে বক্তাগণ মত প্রকাশ করেন।

বিদায়ী বক্তব্যে হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীকে সহযোগিতা করা এবং মালয়েশিয়ার সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে মালয়েশিয়ায় সুন্দরভাবে বসবাস করার পরিবেশ তৈরি করে দেয়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। তিনি বলেন, প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এই দেশের সরকারের কাছে তুলে ধরা, তাদের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান এবং দুই দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করার কাজে তিনি বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার এবং প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা পেয়েছেন। তিনি এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে প্রবাসী বাংলাদেশীগণ এর ফলাফল ভোগ করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে জনাব শামীম আহসান গত ২০ অক্টোবর ২০২৩ দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব সময়কালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন । মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময় দুই দেশের মধ‍্যে ৮টি গুরুত্বপূর্ণ ইন্সট্রুমেন্ট স্বাক্ষরের মাধ্যমে বন্ধুপ্রতিম এ দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌছেছে। প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল এন্ট্রি ভিসা প্রাপ্তি, কনস্যুলার সেবা সহজীকরণসহ একজন সফল কূটনীতিক হিসেবে শামীম আহসান বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শানিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়া বাংলাদেশের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ‍্যকে মালয়েশিয়ায় তুলে ধরার জন‍্য তিনি নিরলস পরিশ্রম করেছেন।

দীর্ঘ তিন দশকের কূটনীতিক জীবনে জনাব শামীম আহসান অত‍্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর মেধা ও কর্মতৎপরতার মাধ‍্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের স্বার্থ ও বাংলাদেশের মানুষের কল‍্যান নিশ্চিত করতে সচেষ্ট থেকেছেন। তাঁর এই অনন‍্য অবদানের জন‍্য বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুরের পক্ষ থেকে তাঁর প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here