Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে ফিঙ্গার প্রিন্ট-আঙুলের ছাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে ফিঙ্গার প্রিন্ট-আঙুলের ছাপ

90
0

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে আঙুলের ছাপ।যাতে কোন ভাবে ভুয়া মেডিকেল বা জালিয়াতি করতে না পারে ।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। জালিয়াতি রুখতে স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের হয়ে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। এর প্রেক্ষিতে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমেমা) যৌথভাবে নতুন পদক্ষেপ গ্রহণ করছে।

এখন থেকে বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপ-ভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হবে এবং সন্দেহজনক এক্স-রে রিপোর্টগুলো পর্যালোচনা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ বলেন, ‘আমাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে কেউ প্রতারণা করে পার পাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here