Home সারাদেশ তারুণ্যের উৎসবে তরুন কৃষকদের মাঝে ঋণ বিতরণ করে মাহিগঞ্জ রুপালি ব্যাংক

তারুণ্যের উৎসবে তরুন কৃষকদের মাঝে ঋণ বিতরণ করে মাহিগঞ্জ রুপালি ব্যাংক

158
0

ডেস্ক রিপোর্ট:

রুপালী ব্যাংক পিএলসি ” উত্তম সেবার নিশ্চয়তা ” তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে সরাসরি কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৯  অক্টোবর ২০২৫ সকাল ৯টা ব্যাংকের অফিস প্রাঙ্গনে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে প্রকাশ্যে জনসম্মুক্ষে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: আহসান কবীর ও মাননীয় ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। রংপুর বিভাগের পক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মোস্তফা হামিদ মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম উপমহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, রংপুর, মো: খায়রুল হোসেন উপমহাব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয় রংপুর, মো: আব্দুল মোতালেব হোসেন প্রামানিক উপ-মহাব্যবস্থাক ও জোনাল ম্যানেজার রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আতিকুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান,রূপালী ব্যাংক পিএলসি, মাহিগঞ্জ শাখা রংপুর।

এসময় ১০ জন তরুণ কৃষকের মাঝে সরাসরি ১০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন। এতে গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সেবা গ্রহীতা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here