Home সারাদেশ গফরগাঁওয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ

গফরগাঁওয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ

20
0

আদিলুর রহমান আদিল,গফরগাঁও উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ সুহেলের নেতৃত্বে বিকেলে মিনি স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনছারুল হক,এই সময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা যুবদল নেতা নাজমুল হোসেন এডিসন, পাগলা থানা যুবদল সভাপতি প্রার্থী জাহিদ হাসান মুকুট, পাগলা থানা যুবদল নেতা সুমন, গফরগাঁও পৌর যুবদল নেতা সজীব মাহমুদ, যুবদল নেতা আল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনার ঢালী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হানিফ খান,উপজেলা যবদল নেতা নাইম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ওয়াদুদ মন্ডল ও সারোয়ার প্রমূখ ।মাল্টিমিডিয়া ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here