Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নিবন্ধন কর্মসূচী উদ্বোধন

মালয়েশিয়ায় বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নিবন্ধন কর্মসূচী উদ্বোধন

24
0

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া:

বহির বিশ্বে বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নিবন্ধন কর্মসূচী অনলাইন উদ্বোধনে বিএনপি মালয়েশিয়ার অংশগ্রহণ

রবিবার (২ নভেম্বর ২০২৫)কুয়ালালামপুর, আম্পাং অবস্থিত জি টাওয়ার হোটেলের বল রুমে বিএনপি মালয়েশিয়া, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে

প্রবাসে বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হতে যাকযমকপুর্ন ভাবে কুয়ালালামপুর, আম্পাং অবস্থিত জি টাওয়ার হোটেলের বল রুমে বিএনপি মালয়েশিয়া, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি, যা গণসমাগমে পরিণত হয়।
২৫০ অধিক নেতাকর্মি ও সমর্থকদের উপস্থিতিতে সভাকক্ষে সংযুক্ত ডিজিটাল বড় পর্দায় বিএনপির ভারপ্রাপ্ত চ্যেয়ার ম্যেনের ও অন্যান্য নেতাদের বক্তব্য শোনেন মনোযোগ সহকারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান পরিবার দেশ এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে প্রশংসা করেন ও সকল প্রবাসীদেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থিকে বিজয়ী করতে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।নারী এবং শিশুদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুপ্ত আরোপ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসর এখনো সুপ্ত বাসনা নিয়ে আমাদের মাঝে বিচরন করছে, তারা যেন আসন্ন জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

বহির বিশ্বে অবস্থান ও কর্মরত প্রবাসীদের বাংলাদেশ জাতীয়বাদী দলের অনলাইনে নতুন/নবায়ন সদস্য ও সদস্য ফি পরিশোধ পদ্ধতি এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় যা সকলের জন্য সহজ হবে সদস্য নিবন্ধনে।
বিএনপি মালয়েশিয়ার সেন্ট্রাল কমিটি ছাড়াও ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিল, বিএনপি জোহর প্রদেশ, বিএনপি পেনাং/কেডাহ, বিএনপি মালাকা সহ অন্যান্য শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিবৃন্দ। সংযুক্তি অনুষ্ঠানের স্বেচ্ছাসেবীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন দলের সহ-সভাপতি তালহা মাহমুদ, ডঃ এস এম রহমান তনু ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।

ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়া,র নেতাকর্মিদের মাঝে উপস্থিত ছিলেন, তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, ডঃ এস এম রহমান তনু সহ-সভাপতি, ডঃ ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন সহ-সাধারণ সম্পাদক, মির্জা সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম রতন দপ্তর সম্পাদক, এস এম বশির আলম প্রচার সম্পাদক, মোঃ আরিফ হোসেন ক্রীড়া বিষয়ক সম্পাদক, এম এ কালাম সহ-অর্থ সম্পাদক, টিপু সুলতান সদস্য বিএনপি মালয়েশিয়া, আনোয়ার হোসেন সেলিম সভাপতি, সেলিম ব্যেপারি সিনিয়র সহ-সভাপতি, সোহেল রানা (আজদ) সাধারণ সম্পাদক বিএনপি বুকিট বিন্তাং,বদিউজ্জামান বেদন সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রাসেদ যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ ভূঁইয়া রাজিব সাঙ্গঠনক সম্পাদক বিএনপি বান্ডার সুবাং, মিজানুর রহমান সুমন প্রধান উপদেষ্টা, জাহাঙ্গির সরদার সিনিয়র সহ-সভাপতি, মোঃ সুমন হোসেন সাধারণ সম্পাদক বিএনপি চৌকিট, খন্দকার মনিরুল ইসলাম সভাপতি, সাহিন মাদবর সাধারণ সম্পাদক, মোহাম্মদ রিদয় সাংগঠনিক সম্পাদক বিএনপি পান্ডামারান, আবু সাইদ বাবুল সভাপতি বিএনপি কাম্পং জাওয়া, শাহজাহান হাওলাদার সহ-সভাপতি, মোঃ নাজমুল হাসান সহ-সভাপতি, সাজ্জাদুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক যুব দল মালয়েশিয়া, খালিদ হাসান রিপন সভাপতি যুব দল সিমুনিয়েহ মহানগর, মোঃ আবুল বাশার আকন্দ সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল মালয়েশিয়া, কাজী আলামিন যুগ্ন সাধারণ সম্পাদক, আল ইমরান সহ-সাধারণ সম্পাদক মোঃ হেলাল শিকদা সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন হৃদয় দপ্তর সম্পাদক, শাহেদ সুলতান মারুফ প্রচার সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, এম মোজাম্মেল হক প্রধান সভাপতি স্বেচ্ছাসেবক দল মহানগর, আসাদুজ্জামান মাসুম প্রতিষ্ঠাতা সভাপতি জাসাস মালয়েশিয়া, যুব নেতা ইমাইল আকন্দ, বাবু সরকার, মিরাজ মাঝি সহ কেলাং বিএনপি ও অন্যান্য কমিটির নেতাকর্মি বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here