Home সারাদেশ নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

19
0

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের গ্রেফতার অভিযানের সময় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মো. হাবিব সরদার (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মারামারির একটি মামলায় হাবিব সরদারের ছেলে সুমন সরদার (৩৫) কে গ্রেফতার করতে গভীর রাতে বাড়িতে অভিযান চালায় নলছিটি থানা পুলিশের একটি দল। পুলিশ সুমনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার বাবা হাবিব সরদার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন খবর দেয় যে বাবার স্ট্রোক হয়েছে। পরে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here