Home সারাদেশ বরিশাল দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

বরিশাল দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

21
0

জামাল কাড়াল, বরিশাল:

বরিশালে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ঝালকাঠির নলছিটি উপজেলা দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মৃধার
অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ।রোববার (২২ জুন) সকাল ১০ টায় দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বরিশাল -পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। এতে যানচলাচল বন্ধ রয়েছে।মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার।
মানববন্ধনে তারা বলেন, ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দপদপিয়া ইউপি চেয়ারম্যান বাবুল মৃধার অনিয়ম দুর্নীতির শেষ নেই। তারা অবিলম্বে এ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। অবৈধ চেয়ারম্যানের অপসারণ না করা হলে সড়ক অবরোধ ছাড়া হবে না।
এ দিকে দীর্ঘসময় ধরে যানচল বন্ধ থাকায় হয়রানি শিকার হতে হয়েছে যাত্রীদের। তারাও দ্রুত যানচলাচল স্বাভাবিক হওয়ার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here