Home সারাদেশ পীরগাছা প্রেসক্লাবে’র নবনির্বাচিত সভাপতি বিপ্লব, সম্পাদক আব্দুল কুদ্দুছ

পীরগাছা প্রেসক্লাবে’র নবনির্বাচিত সভাপতি বিপ্লব, সম্পাদক আব্দুল কুদ্দুছ

63
0

রংপুর প্রতিনিধি:

কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ ও সকালের বাণীর প্রতিনিধি রবিউল আলম বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ সরকার।

শনিবার (১২ জুলাই) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।

কার্যনির্বাহী কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু (আমার দেশ), যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (সকাল বেলা), কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন (এনটিভি অনলাইন), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন(বাংলাদেশ বুলেটিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (তিস্তা সংবাদ)

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মানিক (আজকালের খবর) ও মাসুদ রানা(দ্যা কান্ট্রি টুডে)।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ গঠনমূলক সাংবাদিকতা চর্চার অঙ্গীকার করার পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে অটল থেকে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহসিকতা দেখানোর প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি রবিউল আলম বিপ্লব বলেন, ‘সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। পীরগাছা প্রেসক্লাবকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, ‘নবনির্বাচিত কমিটি দায়িত্ব নিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, প্রশিক্ষণ ও অধিকার আদায়ে কাজ করবে। পাশাপাশি গণমাধ্যমের নীতি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হবে।’

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here