Home শীর্ষ সংবাদ গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা: ঢাকা-টাঙ্গাইল-যমুুনা সেতু মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা: ঢাকা-টাঙ্গাইল-যমুুনা সেতু মহাসড়ক অবরোধ

61
0

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো :

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জেলা এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগরজালফৈ এলাকা অবরোধ করে।

এতে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।

আধা ঘন্টা পরে আন্দোলনকারী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন, সদস্য ইসরাত জাহান রুমি প্রমুখ।

এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here