Home সারাদেশ ৫ই অগাস্ট ফ‍্যাসিস্ট সরকার পতন দিবস উপলক্ষে বিএসপি’র আলোচনা সভা ও জুলাই...

৫ই অগাস্ট ফ‍্যাসিস্ট সরকার পতন দিবস উপলক্ষে বিএসপি’র আলোচনা সভা ও জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান

79
0

মোঃ রাজু আহম্মেদ, খুলনা:

আজ ঐতিহাসিক ৫ ই অগাস্ট। ফ‍্যাসিস্ট সরকারের পতন দিবস। এই উপলক্ষ্যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি)’র
পক্ষ হতে Online এর মাধ্যমে আলোচনা সভা ও জুলাই শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়েছে।
সময়ঃ রাত- ৯.০০ টা; সভায় উপস্থিতির সময়- রাত- ৮.৫৫ মিনিটে আলোচনা সভার সময়কাল -রাত- ১০.০০ টা পযর্ন্ত।
সভায় সভাপতিত্ব করবেন ড. নাজমুল করিম–সভাপতি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি) প্রধান বক্তা মোঃ মেহেদী হাসান–কার্য-নির্বাহী সভাপতি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি) বিশেষ বক্তা লায়ন মো: জাহিদ হোসেন পলাশ–সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি), মো: মোবারক হোসেন পারভেজ–সহ-সভাপতি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি)
অনুষ্ঠান সঞ্চালনা করবেন মো: নাজমুল আলম- সাধারণ সম্পাদক বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি)।

৫ই আগস্ট—শুধু একটি তারিখ নয়, এটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক সাহসী ইতিহাস। এ দিন আমরা স্মরণ করি তাদের, যারা ফ্যাসিস্ট শক্তির রক্তচক্ষুকে ভয় না পেয়ে নিজের রক্ত ঢেলে দিয়ে দেখিয়ে গেছেন—এই দেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়, এটি জনগণের। বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিএসপি) বিশ্বাস করে.শক্তি নয়, ন্যায় হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি।

আমরা যখন ২৪ জুলাই শহীদদের কথা বলি, তখন শুধু দুঃখ করি না—আমরা প্রতিজ্ঞা করি, এই রক্তের ঋণ শোধ হবে একটি ন্যায়ভিত্তিক, জনমুখী রাষ্ট্র গঠনের মাধ্যমে। আজ যখন অনেকেই চুপ করে থাকে, আত্মসমর্পণ করে সিস্টেমের কাছে আমরা তখন স্পষ্ট ভাষায় বলি,আমরা চুপ থাকবো না। আমরা নত হবো না। আমরা রং-পাল্টানো ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন হয়ে জ্বলবো। বাংলাদেশ সংস্কারবাদী পার্টি সেই পথেই হাঁটছে, যেখানে শুধু ‘পরিবর্তন’ শব্দটি নয় ‘সংস্কার’ শব্দটির মাঝে আছে আত্মত্যাগ, আছে ত্যাগী শহীদদের স্মৃতি, আছে এক নবযুগের হাতছানি। এটি এক অভ্যুত্থান—চেতনার, বিবেকের, এবং ভবিষ্যতের।

তাই আসুন, যারা ২৪ জুলাই শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি মাথা উচু করে বলি—
“আপনারা থেমে গেছেন, কিন্তু আমরা থামবো না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here