Home ক্যারিয়ার ভোলার তরুণ মোহাম্মদ আম্মার এর ফ্রিল্যান্সিং এ সাফল্য

ভোলার তরুণ মোহাম্মদ আম্মার এর ফ্রিল্যান্সিং এ সাফল্য

143
0

মো. নুরুল ইসলাম সুজন:

১৬ আগস্ট ২০২৫  কুমিল্লার কান্দির পাড়ে গ্রান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্টানে ভোলা জেলার এক সাধারণ পরিবারের ছেলে মোহাম্মদ আম্মার।

মোহাম্মদ আম্মার ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল প্রযুক্তি জগতে কিছু করে দেখানোর। কিন্তু গ্রামীণ পরিবেশে সুযোগ সীমিত থাকায় দীর্ঘদিন ধরে নিজের লক্ষ্য নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। অবশেষে বড় স্বপ্ন পূরণের জন্য চলে আসেন কুমিল্লায়।

এখানেই তিনি ভর্তি হন দেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান Expert IT Park-এর ডিজিটাল মার্কেটিং কোর্সে। এখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা।

প্রথম দিকে নানা টেকনিক্যাল বিষয় শিখতে গিয়ে সমস্যায় পড়তে হয় আম্মারকে। অনেক সময় হতাশও হয়ে পড়তেন। তবে পাশে ছিলেন তার মেন্টর Md Omar Faruk Sir। তিনি শুধু শিক্ষা দেননি, বরং প্রতিদিন অনুপ্রেরণা জুগিয়েছেন।

আম্মার বলেন, “আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মেন্টর Md Omar Faruk Sir-এর। তিনি না থাকলে এত দ্রুত আমি এগোতে পারতাম না।”

কোর্স চলাকালীন সময়েই আম্মার কাজ শুরু করেন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং Marketplace ও Out of Market place থেকে একের পর এক কাজ করে তিনি আয় করেন 400 ডলার। একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য এটি শুধু অর্থ নয়, বরং আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বড় ভিত্তি।

এই অর্জনের স্বীকৃতি হিসেবে Expert IT Park কর্তৃপক্ষ তাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করে। আম্মারের স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি চান আন্তর্জাতিক পর্যায়ে বড় ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করতে। পাশাপাশি ভবিষ্যতে নিজেই একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলে নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে চান.

Expert IT Park-এর প্রতিষ্ঠাতাদের মতে, বাংলাদেশের তরুণদের জন্য ফ্রিল্যান্সিং একটি বিশাল সম্ভাবনার ক্ষেত্র। আম্মারের মতো তরুণরা যদি পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে এগিয়ে যায় তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।

ভোলার এই তরুণের সাফল্য প্রমাণ করেছে সুযোগ কাজে লাগাতে পারলে গ্রাম কিংবা শহর, যে কেউ বিশ্ববাজারে নিজের জায়গা করে নিতে পারে। মোহাম্মদ আম্মারের গল্প আজ ভোলার মানুষের গর্ব। তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here