ডেস্ক রিপোর্ট:
ভ্যাট বৃদ্ধির প্রতিবাদ ও ব্যবসায়ীদের হয়রানি রোধে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রেস্তোরাঁ মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ আগস্ট (বুধবার) রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বিভাগীয় কাস্টমস কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা সন্তোশ সরেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শাহিদ আক্তার, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম পটু, পরিচালক মো. জাভেদ হোসেন জুয়েল, পার্থ বোস, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল কবির লিটন,জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাদারণ সম্পাদক রশিদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম ব্যাপারী, জুলফিকার আজিজ, মেজবাহুল ইসলাম বাবু, মাজেদুল ইসলাম লাকু, নুর নবী লাবু, মাজেদুল ইসলাম লাভলু, আব্দুল হাই, আব্দুল আজিজ, মো. হেলাল হোসেন, আব্দুল খালেক, আরিফুল ইসলাম এবং মফিজার রহমান।
- সভায় রংপুর সিটি কর্পোরেশনের সকল রেস্তোরাঁ মালিক, জেলা ও মহানগর দোকান মালিক সমিতি, রংপুর জেলা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা ব্যবসায়ীদের উপর অযৌক্তিক ভ্যাট আরোপ, অহেতুক হয়রানি এবং অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা ব্যবসায়ীদের সহনীয় ভ্যাট হার নির্ধারণ এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।