রংপুর প্রতিনিধি:
কিশোর কন্ঠ পড়বো জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো এই প্রতিপাদ্য নিয়ে রংপুর মহানগরীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রংপুর জিলা স্কুল মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর মহানগরীর চেয়ারম্যান নুরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান জানান,রংপুর মহানগরীর স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত নগরীর চেকপোস্ট এলাকার সাইন্স কেয়ার একাডেমি,শালবন মিস্ত্রীপাড়ার ইলেকট্রন কোচিং,চারতলা মোড়ের কর্ণিয়া ভবনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত অস্থায়ী বুথ ও অনলাইনের মাধ্যমে এই রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে।বৃত্তি প্রাপ্তদের মাঝে সর্বমোট পাঁচ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২৫ ঘোষিত শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর মহানগরীর চেয়ারম্যান নুরুল হুদা বলেন,
মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২৫ এর আয়োজন করা। আমরা প্রত্যাশা করছি রংপুরের সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের জন্য অংশ গ্রহণ করবেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের মেধা যাচাইয়ের জন্য আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাবেন। গত বছরেও ১১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের
রংপুর জেলা শাখার চেয়ারম্যান ফিরোজ মাহমুদ আফ্রিদি, মহানগর শাখার নির্বাহী পরিচালক ওয়ালীউল্লাহ মুজাহিদসহ অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।