কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় মতবিনিময় ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কালাই উপজেলার বেগুনগ্রামের সাবেক মেম্বার মৃত আশরাফ আলীর চাতালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিসি ও সাবেক সচিব প্রজ্ঞাবান বিএনপি নেতা আব্দুল বারি।
বিশেষ অতিথি ছিলেন জননেতা মওদুদ আলম সরকার, যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, কালাই জয়পুরহাট এবং সাজ্জুদুল হক।
সভাপতিত্ব করেন আলহাজ্ব বাদেশ আলি মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন রেজ্জাকুল ইসলাম, ফিরোজ কবির, গাজিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও নওফেল ইসলাম কালাই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৩১ দফা রূপরেখার আলোকে রাষ্ট্র কাঠামো গঠন করা হলে জয়পুরহাট-২ আসনে ব্যাপক উন্নয়ন হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে।”
তিনি আর ও বললেন আমি যদি বিএনপি নমিনেশন পাই আর নির্বাচিত হয় তাহলে এই ৩১ দফার মাধ্যমে—
জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।












