“আমরাই কিংবদন্তী” আয়োজিত দেশের ইতিহাসে টেপ টেনিস ক্রিকেটের সবথেকে বড় ও জমজমাট আয়োজন “কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬” এ অন্যান্যবারের মতো এবারেও অংশ নিতে যাচ্ছে দল লক্ষ্মীপুর রয়্যালস।
আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে সকাল সাড়ে ৯ টায় শক্তিশালী সিলেট টাইগার্স-এর বিপক্ষে মাঠে নামবে লক্ষ্মীপুর রয়্যালস।
এছাড়াও আগামি ১০ জানুয়ারি সকাল আটটায় শক্তিশালী ৯০’স মাস্টারমাইন্ড-এর বিপক্ষে, ১১ তারিখ দুপুর সাড়ের বারোটায় ওয়াই-টু-কে চ্যালেঞ্জার্স-এর বিপক্ষে, ১৭ তারিখ সকাল সাড়ে নয়টায় মিরপুর কিংগস্ এর বিপক্ষে মাঠে নামবে টীম লক্ষ্মীপুর রয়্যালস।
লক্ষ্মীপুর রয়্যালস “কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল”- টুর্নামেন্টের বিভিন্ন আসরে অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত অংশগ্রহণ করা প্রতিটি আসরেই দলটি তাদের প্রতিভা ও টিম স্পিরিটের জন্য প্রশংসিত হয়েছে
লক্ষ্মীপুর রয়্যালস টীম স্কোয়াডে আছেন- মুহাম্মদ আব্দুল্লাহ্-আল-মামুন (মাসুম), মুহাম্মদ জুনায়েদ হোসাইন, মোঃ লাফি উদ্দিন ভূঁইয়া, হাসিব মাহমুদ, জাহিদুল ইসলাম, শেখ আল ফারাবি, মোহাম্মদ ইসমাইল হোসাইন, মোঃ আব্দুল্লাহ হামিম, মোঃ আরিফুর রহমান, সোহেল রানা, আহমেদ আসিফ আখতার মঞ্জু, মোঃ রাজিব হোসাইন, মোহাম্মদ ফারুক হোসাইন, রিয়াজ উদ্দিন আহমেদ, লিটন চন্দ্র নাথ, কাজী জাহিদুল আলম (সিপলু), মোঃ মেহদী গোফরান (ওয়াসিম) এবং সৈয়দ জাহিদুর রহমান।
দলের অধিনায়ক জানিয়েছেন, টীম লক্ষ্মীপুর রয়্যালস এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে অনুশীলন করে দলকে আরও শক্তিশালী করা হয়েছে। এবারের আসরে লক্ষ্মীপুর রয়্যালস নতুন কৌশল ও পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।
লক্ষ্মীপুর রয়্যালসের ভক্তরা তাদের দলকে নিয়ে দারুণ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির সমর্থনে নানা ধরনের প্রচারণা চলছে।
ভক্তদের আশা, দলটি এবার শিরোপা জয়ের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে।
টুর্নামেন্টে লক্ষ্মীপুর রয়্যালসের প্রথম ম্যাচটিতে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। “কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬” এ লক্ষ্মীপুর রয়্যালস কি এবার নতুন চমক।
উল্লেখ্য- “আমরাই কিংবদন্তী” (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।
একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।
মন্তব্য করুন